২০১১ সালে প্রথম এসেছিলেন খেলতে। এসেই প্রেমে পড়লেন বাংলাদেশি এক নারীর। এর পর থেকে বাংলাদেশেই তাঁর ঘরবসতি। ২০১২ সালে বিয়ে করলেন, বাংলাদেশেই পাতলেন সংসার। স্বপ্ন দেখা শুরু করলেন ‘বাংলাদেশি’ হয়ে যাওয়ার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে পরার। ২০১৫ সালে বাংলাদেশের নাগরিকত্বের আবেদন করলেন। সেটি পেতে পেতে গড়িয়ে গেল ছয় বছর। এ বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হয়ে যান এলিটা।
আজ তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। বসুন্ধরা কিংসের এই স্ট্রাইকার উঠে গেছেন জাতীয় দলের ক্যাম্পে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত কিংসলি, ‘অনেক বছর ধরে এ দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো আমার। খুবই আনন্দিত। আমার পরিবার খুব খুশি। এ মুহূর্তে আমি শুধু বলতে পারি, নিজের সেরাটা দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সেবা করতে চাই।’
২৬ সদস্যের দলে থাকলেও এখনো খেলা চূড়ান্ত নয় কিংসলির। তাঁকে অপেক্ষা করতে হবে এএফসির ছাড়পত্রের জন্য। যেটি নির্ভর করছে বাফুফের কর্মদক্ষতার ওপর। দ্বিতীয়ত, নিজেকে প্রমাণ করে থাকতে হবে ২৩ জনের চূড়ান্ত দলে।
১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৮ সেপ্টেম্বর। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

