আক্ষরিক অর্থেই মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় হিমন্ত বিশ্বশর্মা। মাদক চোরাচালানকারী, ডিলারদের মোকাবিলায় পুলিশকে অপারেশন চালানোয় অবাধ স্বাধীনতা দিয়েছেন, এবার নিজে প্রায় ১৬৩ কোটি টাকা অর্থমূল্যের বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ মাদক পুড়িয়ে নষ্ট করে অসমের মুখ্যমন্ত্রী বললেন, মাদক চোরাচালানের সাপ্লাই লাইন ছিন্ন, উত্পাদন বন্ধ করা তাঁর জাতীয় কর্তব্য। বেআইনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতেই তা পোড়ানো হল বলে জানিয়েছেন হিমন্ত।
গোলাঘাটে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি অসম থেকেই ভারতের মূল ভূখণ্ডে মাদক পাচার হয়। মাদক ডিলারদের স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশকে এমন অপরাধের বিরুদ্ধে আইনানুসারে কঠোরতম পদক্ষেপ গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়ার অধিকার আমার আছে। শনিবার তিনি জানান, মাদক চোরাচালানকারী, ডিলারদের কঠোর হাতে মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সমাজ থেকে নেশার শিকড় উপড়ে ফেলতে স্পষ্ট পদক্ষেপ করতে বলেছেন। মাদক বহ্নুত্সবের ছবি শেয়ার করে তিনি লেখেন, অসমে মাদকের শেষকৃত্য! হোজাইয়ে বাজেয়াপ্ত হওয়া মাদক নষ্ট করার অনুষ্ঠান। ৩৫৩.৬২ গ্রাম হেরোইন, ৭৩৬.৭৩ কেজি গাঁজা, ৪৫৮৪৩টি ট্যাবলেট পুড়িয়ে ফেলা হয়েছে। দু মাস আগে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৬৩ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত ও ১৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুবছর আগে অসম সফরে উত্তরপূর্বের রাজ্যগুলির ডিজিপিদের সঙ্গে বৈঠক করে মাদকের সাপ্লাই লাইন ছিন্ন করায় জোর দেন। তারপরই মাদক বিরোধী অভিযানের তীব্রতা বাড়ায় পুলিশ। রাজ্য সরকার কড়া মনোভাব নেয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, সমস্যা মোকাবিলায় শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, খবরের সোর্স তৈরি করার বড় ভূমিকা আছে। কারণ মাদক চোরাচালান চক্রের সঙ্গে সরকারের ভিতরের লোকজনই জড়িত থাকে! সূত্র: দ্য ওয়াল ব্যুরো

