শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

নিট পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন ওড়িশার শোয়েব আফতাব!

শুক্রবারই নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর এই ফল প্রকাশের পরই চমকে গেছে সকলে। ১০০ শতাংশ নম্বর পেয়ে, ইতিহাস সৃষ্টি করলেন ওড়িশার শোয়েব আফতাব। বছর ১৮-র পড়ুয়া শোয়েব আফতাব ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছেন, যা নিটের ইতিহাসে এই প্রথম। রৌরকেল্লার শোয়েব জানিয়েছেন যে, তিনি চূড়ান্ত ফল প্রকাশের আগেই ১০০ শতাংশ নম্বর পাবেন বলে নিশ্চিত ছিলেন। রাজস্থানের কোটার এক শিক্ষা প্রতিষ্ঠানে শোয়েব পড়াশোনা করেন।

পরীক্ষার পর, এনটিএ উত্তরপত্র প্রকাশ করেছিল, যা দেখে শোয়েব অনুমান করেন যে, তিনি প্রথম স্থানে আছেন। তবে একেবারে যে ৭২০-ই পেয়ে যাবেন, তা ভাবেননি বলেই জানিয়েছেন শোয়েব। উল্লেখ্য, আজই প্রকাশিত হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টের ফল। এই পরীক্ষার ফল ntaneet.nic.in ওয়েবসাইট থেকে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। এবছর, করোনা পরিস্থিতিতেই ১৪.৩৭ লাখের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন।

এবার পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। সফল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য হবে এমবিবিএস ও বিডিএসের অল ইন্ডিয়া কোটায় অনলাইন কাউন্সেলিং। এর দায়িত্বে রয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। এইমস এমবিবিএম ও জেআইপিএমইআর এমবিবিএস-এর অ্যাডমিশনও হবে নিটের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এমবিবিএস বা বিডিএস-এ সুযোগ পেতে পরীক্ষার্থীদের নিটে অন্তত ৫০ শতাংশ পেতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির পরীক্ষার্থীদের পেতে হবে ৪০ শতাংশ। যাঁদের শারীরিক কোনও অসুবিধা রয়েছে তাঁদের পেতে হবে ৪৫ শতাংশ নম্বর।

তবে এই মুহূর্তে শোয়েবের এই ফলাফলে সকলেই অবাক। শোয়েব আগামী দিনে সফল ডাক্তার হতে চান। তাও আবার হার্টের। শোয়েব আফতাবের নিটের ফলাফলে একদিকে যেমন খুশির হাওয়া ওড়িশায়, তেমনই ওড়িশার জন্য গর্বেরও মুহূর্ত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *