এমরান আহমেদ: গত ৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ইষ্ট লন্ডনের চিলি গার্লিক রেষ্টুরেন্টে নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ট্রাষ্টের সভাপতি আলহাজ শফিক আলীর সভাপতিত্বে ও ট্রাষ্টের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টের কোষাধ্যক্ষ জামাল হোসেন। সভায় বিভিন্ন সময়ে বাংলাদেশে অসহায় গরীব মানুষের জন্য যে খাবার সরবরাহ করা হয় তার হিসাব নিকাশ করা হয়। এছাড়াও আগামী বার্ষিক আন্দন ভ্রমনের দিন নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আজিজুর রহমান জয়নাল, উপদেষ্টা সেলিম উদ্দিন আহমদ, মুজিবুর রহমান মনা, মিজানুর রহমান দোলন, সহ-সভাপতি আবুল হোসেন, সহ কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য সায়াদ উদ্দিন, শাওন আহমদ প্রমুখ।

সম্প্রতি নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে নিদনপুর নিবাসী মরহুম আব্দুল হাসিব আলী মাষ্টারের ছেলে আব্দুল আহাদকে বাংলাদেশে নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নজমুল ইসলাম নানু, নিদনপুর গ্রামের মুরব্বী জিয়ন উদ্দিন, দুদু মিয়া, নজরুল ইসলাম মায়া, এনাম উদ্দিন, গিয়াস উদ্দিন, মইন উদ্দিন, কয়েস আহমদ, সমস উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল হাকিম, জসিম উদ্দিন বিল্লুক, জামাল উদ্দিন, শহীদুল ইসলাম সুহেল, বলাই মিয়া, শিহাব উদ্দিন, সাহেদ আহমদ, আবু তালিব, সাদিক আহমদ, আলীম উদ্দিন, নজমুল ইসলাম, জাবুল আহমদ, জামিল আহমদ, আবু তাহের, জয়নুল ইসলাম, আবু তায়েব, ওহি ইসলামসহ আরো অনেকে। নগদ অর্থ পেয়ে তিনি নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি