শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন হতে দেবে না : আমীর খসরু

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২ মার্চ) বিকেল ৪টায় মানিকগঞ্জের জয়নগর খেলার মাঠে এক সমাবেশে এ কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, সরকার ভোট চুরি করেছে। যারা তাদের সহযোগিতা করেছে তারাও ভোট চোর। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন হতেও দেবে না।

তিনি আরো বলেন, ইভিএম ভোট চুরির মেশিন। এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগ এখন বিএনপির গণজাগারণকে ভয় পাচ্ছে। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জনগণের নিরাপত্তা কেড়ে নিয়েছে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার কোনো বাঁধ দিয়ে রক্ষা করতে পারবে না।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশদি খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ শহরে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ায় শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরের এ মাঠে সমাবেশ করা হয়। সেখানেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *