শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

নিরাপত্তা সংস্থাকে ‘উগ্রপন্থি’ ইউজারদের ব্যক্তিগত তথ্য দিয়েছিল গুগল

যুক্তরাষ্ট্রের একটি আইন প্রয়োগকারী সংস্থাকে ‘উগ্রপন্থি’ ইউজারদের ব্যক্তিগত তথ্য তুলে দেয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।

দ্য গার্ডিয়ান জানায়, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অভ্যন্তরীণ একটি তদন্ত ইউনিট ‘উগ্রপন্থি’ ইউজারদের তথ্য দেয় ক্যালিফোর্নিয়ার একটি আইন প্রয়োগকারী সংস্থাকে।

এ সংক্রান্ত কিছু নথিপত্র ব্রিটিশ সংবাদমাধ্যমটির হাতে এসেছে।

এতে দেখা গেছে, কিছু ক্ষেত্রে গুগল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা ইউজারদের নিষিদ্ধ করেনি কোম্পানিটি। ইউটিউব, জিমেইল এবং অন্যান্য পরিষেবাগুলোতে এখনো তাদের অ্যাকাউন্ট রয়েছে।

তাদের তথ্য ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার একটি সন্ত্রাস বিরোধী নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেয় গুগল।

এসব ইউজার প্রায়ই সহিংসতার হুমকি দিয়ে থাকে অথবা উগ্রপন্থী মত প্রকাশ করে।

ব্লুলিকস নামে একটি ওয়েবসাইট থেকে এসব নথিপত্র ফাঁস হয়। টেক্সাসের একটি হোস্টিং কোম্পানির সার্ভার থেকে হ্যাক করা হয় সেগুলো।

সার্ভারটিতে সংরক্ষিত তথ্য ব্যবহার করে থাকে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলো। ১৯৯৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দুইশ’রও বেশি সংস্থার তথ্য সংরক্ষণ করে হোস্টিং কোম্পানিটি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *