শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

নির্বাচন কমিশনের নির্দেশে অসমের কাছাড় এবং মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়াপাহাড় জেলা প্রশাসনের সভা

বিশু / সমীপ, শিলচর (অসম): নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ অসমের অন্তর্গত কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এবং মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়াপাহাড়ের জেলাশাসক ই খারমালকির মধ্যে শুক্রবার প্রতিবেশী রাজ্যের উমকিং বন পরিদর্শন বাংলোয় এক আন্তঃরাজ্য সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অসম পুলিশের দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দিলীপ কুমার দে, কাছাড়ের পুলিশ সুপার বানোয়ারিলাল মিনা, পূর্ব জয়ন্তিয়াপাহাড়ের পুলিশ সুপার বিবেকানন্দ সিং, কাটিগড়া সার্কলের প্রশাসনিক ম্যাজিস্ট্রেট প্রাণজিত্‍ দেব, কাছাড়ের সুপারিনটেনডেন্ট অব টেক্স দেবজিত্‍ ঘোষ, কাছাড় জেলা পরিবহণ আধিকারিক অংশুমান বিশ্বাস, সহকারী কমিশনার অব টেক্স পাপরি নিয়োগ, সহকারী পরিদর্শক পার্থ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার আগে সৌহার্দ্য বিনিময়ের পর দক্ষিণ রেঞ্জের ডিআইজি দিলীপ কুমার দে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী আন্তঃরাজ্য সীমান্তবর্তী জেলার বিভাগীয় প্রধানের সাথে যৌথভাবে কাজ করতে হবে যাতে অবৈধ অর্থের যোগান, অ্যালকোহল এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান যা ভোটদানের সময় শান্তিপূর্ণ পরিবেশের বিপর্যয় সৃষ্টি করতে পারে। উভয় জেলার জেলাশাসক নির্বাচনের সময় এ জাতীয় কোনও অনর্থক ঘটনা রোধ করতে যৌথভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশের অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলির সাথে ভবিষ্যতে এ জাতীয় আরও বৈঠকের কথা ভাবা হচ্ছে বলে সভায় জানানো হয়েছে।

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়াপাহাড়ের জেলাশাসক ই খারমালকির ধন্যবাদসূচক বক্তব্যের পর আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হয়। @হিন্দুস্থান সমাচার

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *