শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

নির্বাচন কমিশন তুঘলকি কর্মকাণ্ডে লিপ্ত: আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পদ-পদবির নাম পরিবর্তন করার প্রস্তাব কোনো ভাবেই নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং অতি পরিচিত ইউনিয়ন, চেয়ারম্যান, মেয়র’ শব্দগুলো পরিবর্তন করার কোনো দাবি জনগণ থেকে উত্থাপিত হয়নি। তবু নির্বাচন কমিশন এগুলো পরিবর্তন করার প্রস্তাব উত্থাপন করছে।

আ স ম আবদুর রব ও অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বাংলা ভাষা থেকে বিদেশি শব্দ অপসারণ করা যেমন নির্বাচন কমিশনের কাজ নয়। তেমন ভাষার প্রশ্নে কোনো সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত প্রতিষ্ঠানও নির্বাচন কমিশন নয়।শুক্রবারের বিবৃতিতে নেতারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব পালনে এ নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যা সংবিধান লঙ্ঘনের শামিল। তাদের তিন বছরের দায়িত্বে একটি সুষ্ঠু নির্বাচনও দেশবাসীকে উপহার দিতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী ব্যবস্থাকে লন্ডভন্ড করে জাতীয় জীবনে যে ক্ষতি করেছে নির্বাচন কমিশন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তুঘলকি কর্মকাণ্ড থেকে বিরত থাকাই হবে জাতির জন্য মঙ্গলজনক ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *