শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ন্যাটোতে যোগ দিলো ফিনল্যান্ড, পাল্টা পদক্ষেপের হুমকি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলো ফিনল্যান্ড। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ৩১তম সদস্য হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে একটি অফিসিয়াল নথি হস্তান্তরের মাধ্যমে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

এ ঘটনাকে “ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক নিরাপত্তা এবং সামগ্রিকভাবে ন্যাটোর জন্য একটি ভালো দিন” বলে অভিহিত করেছেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, ন্যটোতে ফিনল্যান্ডে যোগদানের জবাবে “পাল্টা ব্যবস্থা” নিতে বাধ্য হবে রাশিয়া।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই পদক্ষেপের ফলে ইউক্রেন সংঘাত আরও বাড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর, উত্তর ইউরোপে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার প্রেক্ষিতে ফিনল্যান্ড এক বছর আগে মে মাসে সুইডেনের পাশাপাশি ন্যাটো সদস্য পদের জন্য আবেদন করেছিল।

তবে সুইডেন এখনও ৩১সদস্য নিয়ে গঠিত জোটে যোগদানের জন্য অপেক্ষা করছে।

প্রায় এক হাজার তিনশ’ কিলোমিটার (৮০০ মাইল) এলাকাজুড়ে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সীমান্ত বিস্তৃত।

ফিনল্যান্ডের সাধারণ নাগরিকও ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে মত দিয়েছে।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্কও এই জোটের সদস্য।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *