অমল / সমীপ, পাথারকান্দি (অসম): অসম সর্বশিক্ষা অভিযান মিশনের অধীনে রাজ্য অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রবিবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এই পরীক্ষায় এবার গোটা অসমের সাথে সামঞ্জস্য রেখে করিমগঞ্জ জেলার মোট ছয়টি কেন্দ্রে এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো পাথারকান্দি বেসরকারি হলি চিলড্রেন হাইস্কুলকে একটি মডেল পরীক্ষা কেন্দ্র হিসেবে গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ ন্যাশনাল টেস্টিং এজেন্সির নির্দেশমতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশকিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। রবিবার এই পরীক্ষা কেন্দ্রের অধীনে এলাকার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৩০ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবে। দুটি শিফ্টে পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে পরীক্ষার প্রথম পর্ব।
প্রথম শিফটিঙে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। বিকেলের দ্বিতীয় শিফ্টিং শুরু হবে দেড়টা থেকে। চলবে নাড়ে চারটা পর্যন্ত। এতে দশম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের মোট ৩৪ জন পরীক্ষায় বসবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন অনুরূপ ভাবে গোটা করিমগঞ্জ জেলায় মোট ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

