জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলোর তুলনায় পরিচালক সমিতির যে কোনো আয়োজন ঘিরে সবার মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। মাঝে এই আনন্দ আয়োজনগুলোতে ভাটা পড়লেও মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) দুই নম্বর ফ্লোরে ইফতার মাহফিল ঘিরে ছিলো সম্প্রীতির মিলনমেলা।
এদিন প্রযোজক, পরিচালক, শিল্পী, প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও দেড় হাজার চলচ্চিত্র সংশ্লিষ্টগণ সমিতির নিজস্ব ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, আব্দুল লতিফ বাচ্চু, ছটকু আহমেদ, প্রযোজক খোরশেদ আলম খসরু, গোলাম কিবরিয়া লিপু, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ ১৯ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজার, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, কেয়া, শাহনূর, কমল পাটেকর, জ্যাকি আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ইফতার মাহফিল ঘিরে বিনোদন সাংবাদিকদের সঙ্গেও সম্প্রীতি লক্ষ করা গেছে। যদিও গত ১ এপ্রিল পরিচালক সমিতির নিজস্ব আয়োজনে সাংবাদিকদের নিমন্ত্রণ না জানানোয় সমালোচনার মুখে পড়ে সমিতি। এতে করে সমিতি ও বিনোদন সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হলেও সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের আন্তরিকতায় দূরত্ব ঘুঁচে বিনোদন সাংবাদিকদের সঙ্গে সম্প্রীতির আভাস লক্ষ করা গেছে। পরিচালক সমিতির পাশে থাকায় এ সময় তিনি বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, “অতীতে চলচ্চিত্র আর বিনোদন সাংবাদিক হাত ধরাধরি করে চলেছে। ভবিষ্যতেও চলবে। আমরা সব ধরনের ভুলের অবসান চাই। আশা করছি বিনোদন সাংবাদিক ভাইরা সহযোগিতা করবেন।”