শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

‘পরীর পাহাড়’ সম্বোধন কিংবা না লেখার আদেশ আদালতের

বাংলাদেশ প্রতিনিধি: চট্টগ্রামের আদালত পাড়া হিসেবে খ্যাত এলাকাকে ‘পরীর পাহাড়’ সম্বোধন কিংবা না লেখার আদেশ দিয়েছেন আদালত। বুধবার প্রথম সিনিয়র সহকারী জজ (চট্টগ্রাম মেট্রো) ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। তিনি বলেন, মামলার বাদী কারণ দর্শানোর জবাব না দেওয়া পর্যন্ত পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

এর আগে গত ৭ নভেম্বর চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালতে আদালত ভবন এলাকার নাম ‘কোর্ট হিল’ না ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। সেদিন আদালত মামলাটি শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।

মামলায় বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান ও সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমানকে।

উল্লেখ্য, পরীর পাহাড়ে আইনজীবীদের বর্তমান পাঁচটি ভবনের পাশে আরও দুটি নতুন ভবন করা নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টি চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয়। জেলা প্রশাসন কোনোভাবেই নতুন কোনো ভবন নির্মাণতো করতে দেবেই না, সেইসাথে আগের ভবনগুলোও উচ্ছেদ করতে চায়। তাদের সেই প্রস্তাবে সায় দেয় খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। এরপর পরীর পাহাড়কে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষণে প্রত্নতত্ব অধিদপ্তর একটি কমিটিও করে দেয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *