পশ্চিমবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,১৪৩ জন। শুক্রবার রাজ্যের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জন। এদিন আরও ৬০ জনের মৃত্যুতে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৬৮৷ সেই সঙ্গে ৩,৬৭৬ জন সুস্থ হওয়ায় মোট করোনা জয়ীর সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন। বর্তমানে ৩৬,৪৭১ জন রোগী চিকিৎসাধীন আছেন।
সারা দেশে করোনা আক্রান্ত প্রায় ৭৮ লক্ষ, মৃত প্রায় ১ লক্ষ ২০ হাজার। আক্রান্তের নিরিখে ভারতবর্ষ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে। শীতের মরশুম ও উৎসবের মরশুমে করোনা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন।

