শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গের আজকের করোনা বুলেটিন, মহাসপ্তমীতে আক্রান্ত আরও ৪,১৪৩!

পশ্চিমবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,১৪৩ জন। শুক্রবার রাজ্যের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জন। এদিন আরও ৬০ জনের মৃত্যুতে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৬৮৷ সেই সঙ্গে ৩,৬৭৬ জন সুস্থ হওয়ায় মোট করোনা জয়ীর সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন। বর্তমানে ৩৬,৪৭১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সারা দেশে করোনা আক্রান্ত প্রায় ৭৮ লক্ষ, মৃত প্রায় ১ লক্ষ ২০ হাজার। আক্রান্তের নিরিখে ভারতবর্ষ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে। শীতের মরশুম ও উৎসবের মরশুমে করোনা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *