নিজস্ব প্রতিনিধি: বিমানের পরে এবার ট্রেন। বাংলায় করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের দাবি শেষমেষ মেনেই নিল কেন্দ্র। হাওড়া থেকে কমানো হচ্ছে বিশেষ ট্রেনের চলাচল। সেই তালিকায় সবার আগে উঠল সেই স্পেশ্যাল ট্রেনের নাম যা পূর্বা এক্সপ্রেসের রুট ও সময়সারণী ধরে হাওড়া ও দিল্লির মধ্যে চলাচল করছে। লকডাউনের পরে দেশজুড়ে যে ২০০টি স্পেশ্যাল ট্রেন চালাতে শুরু করেছিল কেন্দ্র সরকার তার মধ্যে ছিল এই স্পেশ্যাল ট্রেনটিও। কিন্তু দিল্লির মতো চূড়ান্ত করোনা প্রভাবিত রাজ্য থেকে নিয়মিত এই ট্রেনটির চলাচল করা নিয়ে আপত্তি জানায় রাজ্য। তার জেরেই এবার এই ট্রেনটি সপ্তাহে ৭ দিনের জায়গায় মাত্র ১দিন চলাচল করবে। রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে নবান্ন থেকে তুলে ধরা হয়েছে ভিন্ন রাজ্য থেকে আগত্ মানুষজনের উপস্থিতিকে। সেই কারনেই রাজ্য সরকারের তরফ থেকে রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। সেই চিঠি পাওয়ার পরেই এবার দুটি বিশেষ ট্রেনের চলাচলে রাশ টানলো রেলমন্ত্রক। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হাওড়া ও নয়াদিল্লির মধ্যে চলাচল করা ০২৩০৩আপ/০২৩০৪ ডাউন এবং ০২৩৮১আপ/০২৩৮২ ডাউন ট্রেনদুটি আগামী ১৬ জুলাই থেকে শুধুমাত্র সপ্তাহে একদিন করে চলাচল করবে। বর্তমানে প্রথম ট্রেনটি সপ্তাহে ৩ দিন ও দ্বিতীয় ট্রেনটি সপ্তাহে ৪দিন করে চলাচল করে। দুটি ট্রেনই পূর্বা এক্সপ্রেসের সময়সারণী ও রুট ধরে চলাচল করে। প্রথমটি ভায়া পাটনা ও দ্বিতীয়টি ভায়া গয়া হয়ে চলাচল করে।
নতুন পদ্ধতি অনুসারে প্রথম ট্রেনটি হাওড়া থেকে প্রতি শনিবার ও ফিরতি পথে প্রতি রবিবার দিল্লি থেকে ছাড়বে। দ্বিতীয় ট্রেনটি হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার ও ফিরতি পথে প্রতি শুক্রবার দিল্লি থেকে ছাড়বে। রেল সূত্রে জানা গিয়েছে এবার এবার একে একে অনান্য যে ট্রেনগুলি দৈনিক ভিত্তিতে চলাচল করে সেগুলিকেও সপ্তাহে একদিন করেই চালানো হবে। সেই হিসাবে এই তালিকায় নাম উঠতে চলেছে যোধপুর এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনগুলির। তবে রাজ্যের মধ্যে পদাতিক এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো চলাচলকারী ট্রেনগুলিকে নিয়ে রাজ্য সরকার কোনও আপত্তি না জানানোয় সেগুলি দৈনিক ভিত্তিতেই চলাচল করবে বলেই জানা গিয়েছে।