গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি নির্বাচন ও একটি উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতে দেখা যায় তিনটি কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
ভবানীপুর কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি, তার নিকটতম প্রার্থী বিজেপির প্রিয়াঙ্কা কে হারান ৫৮,৮৩৫ ভোটে। অন্য দুটি কেন্দ্রে ও যেতে তৃণমূলের প্রার্থী জঙ্গিপুরের জাকির হুসেন, প্রায় ৯২০০০ ভোটে এবং সমসের গঞ্জ থেকে জয়ী হন আমিরুল ইসলাম যিনি পান ৯৬,৪১৭ টি ভোট যা মোট ভোটের ৫১.১৩%।

