রাজ্যে আক্রান্ত ১,৪৭,৭৭৫ জন
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৭৪ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,৪৭,৭৭৫ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬৯৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,১৭, ৮৫৭ জন। গত ২৪ ঘন্টায় ৩৩১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনা(৭০০) এবং কলকাতায়(৫৯৭)। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ২১৩) এবং পূর্ব মেদিনীপুর(১৯৪)।
আক্রান্তের নিরিখে ফের এগোল কলকাতা
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। একেবারে পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত কয়েকদিন ছিল এর ঠিক উল্টোটা। এদিন কলকাতায় ৫৫৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬০, কোচবিহারে ৮৩, দার্জিলিং ১০২, কালিম্পং ৯, জলপাইগুড়িতে ৮৯, উত্তর দিনাজপুরে ৩০, দক্ষিণ দিনাজপুরে ৫৩, মালদহে ৩৬, মুর্শিদাবাদে ৮৫, নদিয়ায় ১৬৯, বীরভূম ৫৬, পুরুলিয়া ৭৬, বাঁকুড়ায় ৯৬, ঝাড়গ্রাম ১, পশ্চিম মেদিনীপুরে ১২৬, পূর্ব মেদিনীপুরে ১৬৯, পূর্ব বর্ধমানে ৩৯, পশ্চিম বর্ধমানে ১৪৮, হাওড়া ১৮২, হুগলিতে ১১২, উত্তর ২৪ পরগনায় ৫১২, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৭ জন আক্রান্ত হয়েছেন।
কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭,৮১৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩১,১১৭ এবং ১২৭৭২ জন। কলকাতায় ৩১০৬৯ জনের করোনা মুক্তি ঘটেছে।
বেড়েছে সুস্থতার হার
অন্যদিনের তুলনায় বুধবার আরও বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৭৯.১০%, সেখানে বুধবার সুস্থতার হার ৭৯.৭৫%।
মৃত্যু হয়েছে ৫৫ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৫৮ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২৯৬৪-তে।
কলকাতায় মৃত্যু ১২২২ জনের
এদিন যে ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৯ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১২২২ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এদিন সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৭ ও ৬ জনের মৃত্যু হয়েছে।