শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনার পক্ষে আদালত

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনী আনতে পারে। আজ শুক্রবার এ কথা বলেছেন কলকাতা হাইকোর্ট। তাঁরা এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যও শুনতে চেয়েছেন। সেই সঙ্গে আদালত এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোরও নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তফসিল অনুযায়ী, আজ ৯ জুন থেকে মনোনয়নপত্র দাখিল শুরু। চলবে ১৫ জুন পর্যন্ত। মাত্র ছয় দিনের সময় দেওয়া হয়েছে এই নির্বাচনে লাখো প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার। সময় অপ্রতুল এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা আনেন কংগ্রেস ও বাম দল।

হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়ে দেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অপর্যাপ্ত। তিনি কমিশনকে সময় বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে নির্বাচন করার দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়ে দেন শান্তিপূর্ণভাবে ভোট নেওয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাজ করতে পারবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য আগামী সোমবার জানাতে হবে। ওই দিনই ফের শুনানি হবে এই মামলার।

এদিকে রাজ্যজুড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শুরু হলে বিভিন্ন এলাকায় বাধার মুখে পড়েন বিরোধী দলের প্রার্থীরা। শাসক দলের চাপে বহু এলাকায় মনোনয়নপত্র পাননি প্রার্থীরা। অনেক জায়গায় বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হওয়ার অভিযোগ উঠেছে।

গত ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসন ছিনিয়ে নিয়েছিল। সেদিনের কথা মনে করে, এবার বিরোধীরা দাবি তুলেছে এবারও শাসক দল তৃণমূল ওই পথে পা বাড়িয়েছে।

আজ তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, ‘এবার পঞ্চায়েত ভোটে বিরোধী দলকে এই রাজ্যে শূন্য করতে হবে। সব আসনে সব ভোট পেয়ে জিততে হবে। আমার ভয় হচ্ছে এবার তৃণমূল ১০০ শতাংশ ভোট পেয়েও বসতে পারে। তাই বলছি সব আসনে এবার জিততে যাচ্ছে তৃণমূলই।’

যদিও আজ মুর্শিদাবাদের ভরতপুর, নন্দীগ্রাম, রানাঘাট, বাঁকুরার কোতলপুর, মুর্শিদাবাদের রাণীনগর, বসিরহাটে মনোনয়নপত্র জমা নিয়ে হাঙ্গামা হয়েছে।

এদিকে আজ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানান।

আগামী ৮ জুলাই শনিবার রাজ্যের ২২টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *