বাংলার ১৯ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ২৫-এর নিচে। শনিবার করোনা বুলেটিনে একাংশের স্বস্তির ছবি প্রকট হলেও, করোনা পরীক্ষা নিয়ে উদ্বেগ জারি রয়েছে। কলকাতায় করোনা সংক্রমণ শুধু ১০০-র উপরে। করোনা সক্রিয় এদিনও বেড়েছে কলকাতায়। বাংলার মোট সংক্রমণ ৫০০-র নিচে থেকেছে টানা দুদিন। এদিন ১৯ জেলায় ২৫-এর নিচে করোনা আক্রান্ত। তার মধ্যে ১২ জেলায় ১০-এর নিচে দৈনিক সংক্রমণ হয়েছে করোনার।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৮ জন। উত্তর ২৪ পরগনায় ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিনও ১০০-র উপরে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১০০-র নিচে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।
এক নজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৮৮৮৩। এদিন কলকাতায় ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১০৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২১৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৮৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৫ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৭১৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৭৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২১১৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯৮৭১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭৭১৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩২ জন। হুগলিতে ৪৩ জন বেড়ে আক্রান্ত ৮৫২১৪ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ১৯ জন, কালিম্পংয়ে ৪ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৬ জন, নদিয়ায় ২২ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৪ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ২১ জন, পূর্ব মেদিনীপুরে ৪ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫১ হাজার ৫২৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪১ হাজার ৫৪৬ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ হাজার ৯৮০ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৬ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার ৭৭৭ জনের। প্রথম ডোজ ৪ কোটি ৭৪ লক্ষ ৬১ হাজার ২২৩। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৮১ লক্ষ ৫৫৪।