শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গে কমল আক্রান্ত, ২৪ ঘন্টায় সংক্রমিত ২৮০১জন

মৌসুমী, কলকাতা: রাজ্যে ফের খানিকটা কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮০১জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৯৫১জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৭০শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.১৬শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।

এখন রাজ্যে সক্রিয় চিকিত্‍সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৩হাজার ৪৫১জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ১৩হাজার ৭৫২জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪লাখ ৮১হাজার ৩৮৫জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮৯১৬জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২২জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৭৫৬ জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৯ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিত্‍সাধীন রয়েছেন ৫৬৯১জন।

এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৬১৩জন। সুস্থ হয়ে উঠছেন ৭৪৬জন। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২লাখ ৯৮হাজার ৪০টি। এখন রাজ্যে ৯৬টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *