এই মুহূর্তে ৩৯৮ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ৩৭৯ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন।
পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে প্রায় ৫০ কাছে পৌঁছল। গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগী মারা যাননি বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর। তবে দৈনিক সংক্রমণের হার বেড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, রাজ্য জুড়ে নতুন আক্রান্তের সংখ্যা ৪৮। সোমবার এই সংখ্যাটি ছিল ১৪। এই মুহূর্তে ৩৯৮ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ৩৭৯ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। বাকি ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০,১৮,৯২২।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ০.৬৭ শতাংশ। সোমবার এই হার ছিল ০.২৭ শতাংশে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।