শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু বেড়ে ৪ হাজার ছুঁইছুঁই; একদিনে আক্রান্ত আরও ৩,২০০+

পশ্চিমবঙ্গে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত ব্যক্তিদের সংখ্যা বেড়ে চার হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল। অন্যদিকে, সংক্রমণের ঘটনাও ঊর্ধ্বমুখী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জনের বেশি। ফলে প্রত্যাশিতভাবেই মোট আক্রান্তের সংখ্যা টপকে গেল ২ লক্ষের গণ্ডি। যদিও ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে এদিনও সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার জনের বেশি ব্যক্তি। সুস্থতার হার বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৮৬ শতাংশ। আর করোনার জয়ীর ক্রমবর্ধমান সংখ্যাতেই রাজ্যে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।
শনিবারই বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ থেকে সামান্য কম ছিল। প্রত্যাশা মতোই এদিন তা ২ লক্ষ ছাপিয়ে গিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ২ হাজার ৭০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২১৫ জনের কোভিড ধরা পড়েছে। তবে এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৪৫ জন, যা গত দিনের তুলনায় ১০৩ জন বেশি।

গোটা রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন। এর মধ্যে একদিনে করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৪ জন। সামগ্রিকভাবে সুস্থতার হার ৮৬.৪০ শতাংশ। মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত ৩ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৮ জন।

কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ২৪ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৩১৮টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৭ হাজার ৪৪৫ জনের। মোট নমুনা টেস্টের ৮.২১ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *