শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনা-মুক্ত ১.৫ লক্ষ ছাড়াল, কমল অ্যাকটিভ রোগীও

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ। তারই ইঙ্গিত মিলছে সাম্প্রতিকতম সরকারি পরিসংখ্যানে। করোনাকে জয় করে রাজ্যে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ইতোমধ্যে দেড় লক্ষের গণ্ডি টপকে গিয়েছে। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯০ জন। সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪২ জনের শরীরে কোভিড শনাক্ত করা গিয়েছে। অন্যদিকে, এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ হাজার ২৪৮ জন। ফলে এ পর্যন্ত মোট ১ লক্ষ ৫০ হাজার ৮০১ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৩ হাজার ৩৯০ জন, গতকালের থেকে যা ২৬৪ জন কম। সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ।

কোভিডে সুস্থতার হার বাড়লেও মৃতের সংখ্যা এখনও যথেষ্ট বেশি। এই সংখ্যাই প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত কোরোনার বলি হয়েছেন ৩ হাজার ৫১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কলকাতায় একদিনে মারা গিয়েছেন ১৮ জন। আর উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১৪ জন।

এদিকে, এখন দৈনিক গড়ে ৪৫ হাজারের বেশি টেস্ট হচ্ছে রাজ্যে। মোট টেস্টের সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ১০ লক্ষ জনসংখ্যা প্রতি টেস্ট হয়েছে ২৩ হাজার ৪৬৯ জনের। এর মধ্যে পজিটিভের হার ৮.৪১ শতাংশ।

রাজ্যের করোনা-চিত্র
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৪০ লক্ষ পেরিয়ে গিয়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৪৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন। গত ২০ দিন ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬২ লক্ষ ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লক্ষ ৯১ হাজার।

দেশে আক্রান্তের সংখ্যা যেমন রোজ বাড়ছে, তেমনই প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। এই পরিস্থিতির মধ্যে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এখনও পর্যন্ত মোট ৩১ লক্ষ ৭ হাজার ২২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭৭ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন। সূত্র: এই সময়

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *