শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে কার্গো জাহাজ ডুবি, ১২ বাংলাদেশি নাবিক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট: ইন্ডিয়া থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি কার্গো জাহাজ ‘এমভি তামজিদ নাসির’। মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় জাহাজটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, সাগরদ্বীপের কাছে কচুবেড়িয়া ও ৮ নম্বর লকগেটের মধ্যবর্তী অংশে ভাটার টানে নদীগর্ভে লুকিয়ে থাকা ডুবো চড়ে ধাক্কা লাগার কারণে দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন সূত্রে জানা যায়, ছোট মাপের ওই কার্গো জাহাজটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে বিপুল পরিমাণ ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। মুড়িগঙ্গা পার হওয়ার সময় ডুবে থাকা চড়ের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে জাহাজের নিচের অংশ ফেটে যায়। মুহূর্তের মধ্যে জাহাজে পানি ঢুকতে শুরু করে এবং ভারসাম্য হারিয়ে সেটি ডুবতে যায়।

দুর্ঘটনার কবলে পড়া ১২ জন নাবিক চিৎকার শুরু করলে আশপাশে থাকা ট্রলার ও নৌযান দ্রুত এগিয়ে আসে। স্থানীয়দের তৎপরতায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে জাহাজটি পুরোপুরি ডুবে না গেলেও সিংহভাগ অংশ পানির নিচে চলে গেছে। ঘটনায় টন টন ফ্লাই অ্যাশ মুড়িগঙ্গা নদীর তলদেশে তলিয়ে যায়।

কলকাতা পোর্ট ট্রাস্টকে বিষয়টি জানানো হয়েছে। জাহাজ উদ্ধারের জন্য বাংলাদেশি মালিকপক্ষকেও অবহিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সুন্দরবন পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *