মৌসুমী / কাকলি, কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮০জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ৬৯৪জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৯৩শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৪৫শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৭হাজার ২৭২জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৬৩হাজার ৪৭৫জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৪৬হাজার ১৯৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০হাজার ১০জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৯জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ২০৩জন।
শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। বর্তমানে এখন করোনাআক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ১৪৩৯জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতাকে ছাড়িয়ে গেল উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ১৮৬ জন। সুস্থ হয়ে উঠছেন ১৪৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩২হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫লাখ ৬০হাজার ৫৬১টি। এখন রাজ্যে ১০০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।