পশ্চিমবঙ্গে বেশ ভালোই শীত পড়ছে। গত কয়েক দিন তো শীতের আমেজ উধাও ছিল। তাপমাত্রাও বাড়ছিল। পাশাপাশি লোকজনের মধ্যে ড়াড়ছিল অস্বস্তি। তবে এবার আর সেসব নেই। বাংলায় ফিরছে ঠাণ্ডা ভাব। এই ঠাণ্ডায় খাওয়া দাওয়াও বেশ জমে উঠেছে।সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় অনেকটা কমে গিয়েছে।
আজ সকাল সকাল বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। এদিকে আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যারা ঠাণ্ডা ভালোবাসেন না, তাঁদের জন্য মহা বিরক্তিকর একটা সময় বটে। তবে অধিকাংশ বাঙালিই ঠাণ্ডা ভালোবাসেন। নিম্ন অসমে তো ঠাণ্ডা দিয়েছেই, আপার আসামের গুয়াহাটিতেও আজ সকালে বেশ কুয়াশা দেখা গেল। শীত যেন এসেই পড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী, কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিকে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে।