শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে সামাজিক দূরত্ব উধাও

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে ৩৭২ জন। মারা গেছে ১০ জন। সংক্রমিত ১৩২ জনই কলকাতা শহরের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়। কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যের খুলে যাওয়া এলাকা থেকে উধাও হয়েছে সামাজিক দূরত্ব। লোকজন বাসে দাঁড়িয়ে চলাচল করছে। বসছে পাশাপাশি।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ৪১৫ জন। মোট সংক্রমিত ৮ হাজার ৯৮৫ জন। মোট সুস্থ ৩ হাজার ৬২০ জন।
পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে ৩৭২ জন। মারা গেছে ১০ জন। সংক্রমিত ১৩২ জনই কলকাতা শহরের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়। কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যের খুলে যাওয়া এলাকা থেকে উধাও হয়েছে সামাজিক দূরত্ব। লোকজন বাসে দাঁড়িয়ে চলাচল করছে। বসছে পাশাপাশি।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ৪১৫ জন। মোট সংক্রমিত ৮ হাজার ৯৮৫ জন। মোট সুস্থ ৩ হাজার ৬২০ জন।

গত ৮ জুন কলকাতার হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলে দেওয়া হয়। কলকাতাসহ পশ্চিমবঙ্গের রাস্তায় বাস-মিনিবাস, ট্যাক্সি, উবারের সংখ্যা বেড়ে যায়। এতে কলকাতায় ফিরে আসে লকডাউনের আগের চেহারা।

গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতা জানান, পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনের লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *