কলকাতা: পশ্চিমবঙ্গে সিএএ র বিরোধিতা চলছে। কলকাতা শহরেও চলছে সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ।
সিএএ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে সিএএ- র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা সিএএ, এনআরসি, এনপিআরের বিরোধিতা করে প্রতিবাদ করে।
১১ মার্চ নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র সরকার। সিএএ এখন দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে।
তবে এই আইনের বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটের আগে ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। যে সিএএ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আদৌ কোনও বৈধতা রয়েছে কিনা তাতে আমার সন্দেহ রয়েছে।