করোনাভাইরাস সংক্রমণের হার কমে এলেও ভারতের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউনের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নের মুখ্যসচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। তবে রাতে চলাচলের ওপর কড়াকড়ি বহাল রাখা হয়েছে। এতে বলা হয়েছে, রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে পারবে না।
নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও করোনার–গ্রাফ নিম্নমুখী। তাই লকডাউন পুরোপুরি তুলে না নিয়ে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে আংশিক লকডাউনের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আংশিক লকডাউনে গণপরিবহন ও মেট্রোরেল চালু থাকলেও লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি রাজ্য সরকার।
এ সময় আগের মতো সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ৫০ শতাংশ কর্মী নিয়ে চালাতে পারবে। ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৮১ জন সংক্রমিত হলেও কেউ মারা যায়নি। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮১৫ জনের, আর মারা গেছেন ১৪ জন। এ নিয়ে রাজ্যে মোট ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ১০৯ জনের।
রাজ্যের ২৩টি জেলার মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
এর আগের ঘোষণায় রাজ্যে আংশিক লকডাউনের মেয়াদ ছিল ৩১ জুলাই পর্যন্ত, আজ তা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হলো।