পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: গরমে হাঁসফাঁস অবস্থা। ফলে বাড়ছে স্কুলের গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছ পশ্চিমবঙ্গ সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমে অস্থির অবস্থা হয়েছে। এমন চাঁদিফাটা গরমের জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো।
উল্লেখযোগ্য যে, ১৫ জুন পর্যন্ত স্কুলগুলির ছুটি ছিল। যদিও তেজ কমেনি গরমের। বাচ্চাদের অবস্থা কাহিল। তাপমাত্রার পারদ এখনও নিয়ন্ত্রণে না আসার কারণেই সিদ্ধান্ত বদল করল স্কুল শিক্ষা দফতর। আগামি ২৭ জুন স্কুল খুলবে বলে জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। এদিন, সোমবার সকালে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, এমন হা হুতাশ গরম নিয়ে নিজেই চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ অসুস্থ হচ্ছে, অবস্থা কাহিল। এদিকে, রবিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে তিনজনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী দাবি করেন, তীব্র গরমের কারণেই এমন অবস্থা। আর এবার বর্ষা ঠিক সময়ে না আসার ভীষণ দমবন্ধ করা গরমের পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
তার ভিত্তিতেই এদিন শিক্ষা দফতর পদক্ষেপ নেয়। তবে ছুটি তো দিচ্ছে, একে করোনায় বাচ্চাদের পড়ার গতি মোটেও ভালো না, এরমধ্যে আরো বন্ধ!বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। ছুটির বিষয়টি ভাবা উচিৎ বলে করছেন তাঁরা। ছাত্র ছাত্রীদের পড়াশোনার আবার বিরাট ক্ষতি হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।গ্রীষ্মকালীন ছুটি আগামি ২৬ জুন, ২০২২ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে। অবশ্য দার্জিলিং আর কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির জন্য এই নির্দেশ খাটবে না।





