নিউজ ডেস্ক: করোনা বাড়ছে হু হু করে। বিধিনিষেধের কড়াল দিনগুলো আবার ফিরে এসেছে। একটু সময়ও স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জো নেই। এর মধ্যেই নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। আরো নিয়মনীতি মানতে হবে। জমায়েত যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে।
৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। শনিবার সকালে নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। যদিও করোনা টিকা বাধ্যতামূলক। কর্মী আর তাদের গ্রাহকদের কোভিডের দুটি টিকাই নেয়া থাকতে হবে, টিকা নেওয়া বাধ্যতামূলক। করোনা বিধি তো অবশ্যই মানতে হবে। এবং করোনা মোকাবিলায় নিয়ম হিসেবে স্যানিটাইজেশন করতে হবে। সংক্রমণ যেন ছড়াতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি বিশেষ ভালো নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে সতর্ক করেছেন। মাস্ক পরতেই হবে। মূলত ভীত নয়, স্থিত হতে হবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি নয়া নির্দেশিকা জারি করে নবান্ন। বলা হয়েছিল সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও শনিবার পশ্চিমবঙ্গের তরফে নতুন নির্দেশিকায় সেলুন, বিউটি পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে। লোকজন যেন হাফ ছেড়ে বাঁচল।
বড়দিন, এ সমস্ত উৎসবে তো কম ভিড় হয়নি, মূলত সরকার, প্রশাসনের বরাবরই একটা নিয়ম রাখা প্রয়োজন। তা নইলে এমন বন্ধ, লকডাউন, কঠোর বিধির কবলে কপাল পোড়ে দিন এনে দিন খাওয়া লোকগুলোর। যদিও ১৫ জানুয়ারি পর্যন্ত আপাতত বন্ধ থাকছে সুইমিং পুল, স্পা। পার্ক, চিড়িয়াখানাও বন্ধ থাকছে।