সুদীপা সরকার, কলকাতা: সামনেই উত্সবের মরশুম শুরু। দুর্গাপূজা তো আছেই সেই সঙ্গে গোটা দেশে নবরাত্রী উত্সব এবং তারপরেই দীপাবলি রয়েছে।এই সময় ছাড়া ভারতবর্ষজুড়ে কেনাকাটার ধুম বেড়ে যায়। তার উপর এখনো করোনার আতঙ্কে মানুষজন শপিং মলে গিয়ে কেনাকাটা কমই করছেন। তাই অনলাইন কেনাকাটাতেই ভরসা ক্রেতাদের। এই পরিস্থিতিতে ফ্লিপকার্ট বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে।
৭০ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে ফ্লিপকার্ট। বিভিন্ন অনলাইন সাইট গুলি দুর্গাপূজা উপলক্ষে দারুন দারুন অফার দিতে শুরু করেছে। আগামী ১৮ তারিখ থেকে ফ্লিপকার্ট ও আনতে চলেছে এক নতুন সেল। যেখানে গ্রাহকরা তাদের পছন্দমতো জিনিসপত্র কিনতে পারবেন। গ্রাম থেকে বড় শহর সর্বত্রই ডেলিভারি এক্সিকিউটিভ বেশি পরিমাণে লাগবে। এই পরিস্থিতিতে ই-কমার্স সংস্থা বড় সংখ্যায় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল।
প্রতিযোগিতার বাজারে এখন কে কত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে এই বিষয়টা তো অবশ্যই রয়েছে।উত্সবের মরসুমে যাতে ভালো পরিষেবা ক্রেতারা পায় তার জন্য ৭০হাজার কর্মী নিয়োগ ঘোষণা করেছে ফ্লিপকার্ট।করোনা আবহে অনেকেই কাজ হারিয়েছে, ফ্লিপকার্টের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।
সামনে দুর্গা পুজো এবং নবরাত্রি থাকায় জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস কেনার চাহিদা আরও বাড়বে। ফ্লিপকার্ট কর্তৃপক্ষ মনে করছেন এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ফলে গ্রাহকরা তাদের জিনিসপত্র অর্ডার দেওয়ার কিছুদিনের মধ্যেই তাদের হাতে পৌঁছে যাবে তাদের অর্ডার দেওয়ার সামগ্রী।এর ফলে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ও ব্যবস্থা হবে বলে মনে করছেন অনেকে।

