বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৩ জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত সোমবার একশোর নীচে নামার পর মঙ্গলবার বেড়ে দেড়শোর কাছাকাছি পৌঁছেছিল পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার তা আরও কিছুটা বাড়ল। কলকাতায় নতুন আক্রান্ত অপরিবর্তিত থাকলেও দ্বিগুণ বাড়ল উত্তর ২৪ পরগনায়। তবে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে এক জনেরও মৃত্যু হয়নি।
বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৩ জন। কলকাতায় আক্রান্ত ৩২ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাভিত্তিক তালিকায় মহানগরী শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২৮ জন। আর হাওড়ায় ১৩ জন। রাজ্যের বাকি সব জেলায় দৈনিক আক্রান্ত ১০-এর নীচে রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৬৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ২২ হাজার ২২৬ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ১ হাজার ৭৯৫।