রাজ্য জুড়ে চাকরিপ্রার্থীদের জন্য ভালো সুযোগ। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। ঝাড়গ্রামের কোভিড-১৯ হাসপাতালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন। যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। কীভাবে করবেন জেনে নিন।
নিয়োগ করা হবে-
মেডিক্যাল অফিসার (জেনারেশন ডিউটি/CCU/HDU/মেডিসিন/অ্যানাসথেসিয়া), স্টাফ নার্স, ক্রিটিক্যাল কেয়ার টেকনিসিয়ান এবং ল্যাবরেটরি টেকনিসিয়ান পদে।
শিক্ষাগত যোগ্যতা-
মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ডাক্তারি (MBBS) পাশ। স্টাফ নার্স পদের ক্ষেত্রে জিএনএম নার্সিং পাশ। ক্রিটিক্যাল কেয়ার টেকনিসিয়ান পদের জন্য পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি থেকে ক্রিটিক্যাল টেকনোলজি নিয়ে ডিপ্লোমা পাশ। আর ল্যাবরেটরি টেকনিসিয়ান পদের জন্য পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা/গণিত নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে DMLT অথবা BMLT পাশ।
বয়স হতে হবে মেডিক্যাল অফিসার বাদে বাকি সমস্ত পদে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মেডিক্যাল অফিসার পদে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতন দেওয়া হবে –
মেডিক্যাল অফিসার পদ ছাড়া বাকি পদগুলির জন্য প্রতি মাসে ১৭,২২০ টাকা।
কীভাবে আবেদন করতে হবে-
অফলাইনে নয় সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। আর আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জরুরি ডকুমেন্টস যেমন পরীক্ষার মার্কশীট, সেল্ফ অ্যাটেস্টেড ছবি, মাধ্যমিকের এডমিট কার্ড, ভোটার/আধার কার্ড ইত্যাদি যুক্ত করবেন।
আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ ৯ অগাস্ট, ২০২১। আবেদন সংক্রান্ত বিষয় তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট নজর রাখুন।





