পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জেলা সমজাকল্যাণ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল। কন্যা শিশুদের হোমে এই নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে নূন্যতম মাধ্যমিক, অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করতে পারবেন। অনলাইনে, অফলাইনে দু ভাবেই আবেদন করা যাবে।
যেই পদগুলিতে নিয়োগ করা হবে-
কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার/কেস ওয়ার্কার/প্রবেসন অফিসার, ম্যানেজার/কো-অর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার, নার্স, আয়া এবং চৌকিদার।
প্রয়োজনীয় যোগ্যতা –
আয়া পদের জন্য মাধ্যমিক পাশ এবং চৌকিদার পদে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। আয়া পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নার্স পদের জন্য নার্সিং বিষয়ে ডিপ্লোমা পাশ এবং কমপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতা।
এই দুই পদ ছাড়া বাকি পদগুলির ক্ষেত্রে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সাইন্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স উপরোক্ত পদ অনুযায়ী। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন প্রথম তিনটি পদের জন্য ১৯,২৫০ টাকা। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য ১৫,৪০০ টাকা। আর বাকি পদগুলির জন্য প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
উল্লেখ্য, চৌকিদার পদ ছাড়া বাকি সমস্ত পদগুলিতে শুধু মহিলারা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আয়া এবং চৌকিদার পদে অনলাইনে ইমেইল পাঠিয়ে আবেদন করা যাবে। ইমেইল আইডি রয়েছে। অফলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিক ভাবে পূরণ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: District social welfare officer, Office of the district magistrate, Social welfare section, Sub station building, Near hawker’s market, Purba bardhaman -713101
অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করার শেষ তারিখ ১৬.০৭.২০২১। আবেদনপত্র এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য https://purbabardhaman.nic.in/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।

