রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন মালদা জেলার ইংলিশ বাজার মিউনিসিপালিটিতে হেলথ ওয়ার্কার পদে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কেবল মাধ্যমিক পাশ। অনলাইন না অফলাইন কোন পদ্ধতিতে আবেদন করতে হবে বিস্তারিত জেনে নিন।
আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ সমতুল্য।
বয়স:- বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। SC/ST/OBC ক্যাটাগরি থেকে যারা আবেদন করবেন তাদের নূন্যতম বয়স ২২ বছর রাখা হয়েছে।
বিশেষ উল্লেখ্য, এটি নিয়োগ করা হবে মালদা জেলার সদর সাব-ডিভিশনের অন্তর্গত ইংলিশ বাজার মিউনিসিপালিটিতে। কেবল বিবাহিতা, বিধবা বিচ্ছিনা, বিধবা মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা জেনে নিন আবেদন কীভাবে করবেন-
আবেদন করতে যারা ইচ্ছুক তারা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট যেটি হল https://www.malda.gov.in/ এখান থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাইনলোড করা যাবে।
বিজ্ঞপ্তিতেই থাকবে আবেদনপত্র সেটি সঠিকভাবে ফিলাপ করে ইংলিশ বাজার মিউনিসিপালিটির ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তবে পোস্ট অফিসের মাধ্যমে নয়, ঠিকানার ড্রপ বক্সে জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।