বিশু / সমীপ, পাঁচগ্রাম (অসম): আজ রবিবার হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরাতন বাজারের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলাল দাস এবং মুক্তালাল দাসের বাড়ি জ্বলে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ বেলা একটা নাগাদ সংঘটিত অগ্নিকাণ্ডের বিবরণ দিতে গিতে নিমাই দাস জানিয়েছেন, বাড়ির লোকদের স্বর্ণালঙ্কার, বাচ্চাদের পাঠ্যপুস্তক, জন্মের সার্টিফিকেট, এনআরসি, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ বহু নথিপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ আট লক্ষ টাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা যেত। পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত সভাপতি সুরজ সেন পাঁচগ্রাম, জনকিবাজার ও কাটাখাল এলাকায় ফায়ার স্টেশন নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন। পাঁচগ্রাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুনের উত্পত্তি বলে অনুমান করা হচ্ছে। ওসি নাথ আরও জানান, কমপক্ষে পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা অনুমান করছেন।

