বাংলাদেশ নিউজ ডেস্ক: দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মিনারুল ইসলাম মিনার (১৫) লাশ ৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার বিকাল ৪টার দিকে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বানপুকুর পাড়ের ৩১৪/৭ এস পিলারের জিরো পয়েন্টে তার লাশ হস্তান্তর করা হয়।
বিএসএফ বিকাল সাড়ে ৪টার দিকে লাশ নিয়ে আসে। এ সময় ব ভারতীয় পুলিশ উপস্থিত ছিলো। বিজিবির পক্ষে খানপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আনিসসহ অন্যান্য কর্মকর্তা ও দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম, তদন্ত অফিসার গোলাম মওলা শাহ, আস্করপুর ইউপি চেযারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম লাশ গ্রহণ করার পর পিকআপ ভ্যানযোগে নিজ বাড়ির নিয়ে যান। এসময় স্থানীয়রা একনজর দেখার জন্য মিনারুলের বাড়িতে ভিড় করে।
মিনারের পরিবার জানায়, স্থানীয় বুড়া পীর কবরস্থানে রাত ৯টার দিকে লাশ দাফন করা হবে।
গত বুধবার মিনারুলসহ আরো ৮-১০ জন ভারতীয় সীমান্তে ভুলবশত ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলিবিদ্ধ মিনারুল নিহত হন।

