শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পাকিস্তানে গ্রেপ্তার ৩ বাংলাদেশির আটকাদেশ বাড়ল

দুই মাস আগে পাকিস্তানে গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশির আটকাদেশ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির উচ্চতর আদালতের বিচারকদের সমন্বয়ে গঠিত ফেডারেল রিভিউ বোর্ড। শনিবার আরও ১৯ জন বিদেশি নাগরিকের বন্দিদশা বাড়ানোর ঘোষণা দেয় আদালত।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন রবিবার জানিয়েছে, আটক বিদেশিদের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ সীমান্ত পার হওয়ার পাশাপাশি ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ আনা হয়েছে!

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিন বাংলাদেশির পাশাপাশি ভারতীয় নাগরিক আছেন ১৯ জন। একজন ছিলেন শ্রীলঙ্কার। পাকিস্তানের তিন জন।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি মনজুর আহমদ মালিকের নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ-ভারতের ২২ জনের আটকাদেশ বাড়ালেও শ্রীলঙ্কানকে মুক্তি দিয়েছে।

ভারত-বাংলাদেশিদের পাশাপাশি তিন পাকিস্তানির আটকাদেশও বেড়েছে।

শুনানির সময় এদিন সুপ্রিম কোর্টের লাহোর রেজিস্ট্রিতে সবাইকে হাজির করেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *