শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পাচারকালে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা সহ আসাম পুলিশের জালে পাঁচ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি: পাচারের মুখে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা সহ অসম পুলিশের জালে আটক পাঁচ পাচারকারী৷ শুক্রবার বিকাল চারটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিতে পাচারের মুখে গাঁজা সহ পাচারকারিদের পাকড়াও করে অসম পুলিশ৷ গোপন সুত্রের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এ সাফল্য পায় অসম পুলিশ৷

জানা গেছে টিআর (শূণ্য এক), বিসি (শূণ্য দুই দুই নয়) ও টিআর (শূণ্য দুই), জে (শূণ্য তিন এক পাচ) নম্বরের দুটি অল্টোতে করে পাচারকারিরা গাঁজা নিয়ে উত্তর জেলার কদমতলা থানাধীন ঝেরঝেরী গেইট দিয়ে অসমে প্রবেশ করে করিমগঞ্জ জেলার পাথারকান্দি অতিক্রম করে চেরাগি এলাকায় পৌছালে বিষয়টি বিশেষ সুত্রে জেনে নেয় স্থানীয় পাথারকান্দি থানার পুলিশ৷

পরে অসম পুলিশের একটি দল গাড়ি নিয়ে পাচারকারিদের পিছু ধাওয়া করে গাঁজা সহ পাচারকারিদের পাকড়াও করে৷ এতে দুটি অল্টোতে মজুদ থাকা মোট ষাট কেজি গাঁজা উদ্ধার হয়৷যার বাজার মুল্য পাঁচ লক্ষাধিক টাকার মত হবে বলে অসম পুলিশ জানিয়েছে৷

এ কান্ডে ধৃতদের মধ্যে রয়েছে কৃষ্ণ দেববর্মা, বিদ্যুতকুমার দেববর্মা, বিধান পাল,অনুপ নাগ ও বাপ্পন ঘোষ৷এদের প্রথম দুজনের বাড়ি ত্রিপুরার সিপাহিজেলায় ও বাকি তিন জনের বাড়ি উত্তর জেলার ধর্মনগরে৷ এ মর্মে অসমের পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসুমাতারি জানান,বর্তমানে ধৃতদের অসম পুলিশের হেফাজতে রেখে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ৷ তাদেরকে শনিবার করিমগঞ্জ সিজেএম কোর্টে সোপর্দ করা হবে৷ তবে উত্তর জেলার পুলিশ প্রশাসনের ত্রিপুরা অসম সীমান্তের নজরদারির ভূমিকা নিয়ে আবারো প্রশ্ণ চিহ্ণের মুখে৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *