বিহার নিউজ ডেস্ক: বুধবার রাজভবনে পাটনা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি কৃষ্ণান বিনোদ চন্দ্রন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তাঁর মন্ত্রিসভার সদস্যরা, অ্যাডভোকেট জেনারেল পিকে শাহি, পাটনা হাইকোর্টের বিচারপতি, আইনজীবী ও আধিকারিকরা।
পাটনা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন প্রধান বিচারপতি কেভি চন্দ্রন। এর আগে, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জয় করোল, তিনি তিন বছরেরও বেশি সময় ধরে এই পদে কাজ করেছিলেন। ফেব্রুয়ারিতে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন।
সুপ্রিম কোর্ট কলেজিয়াম এর আগে বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করেছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিদের পদোন্নতির কথা মাথায় রেখে তার সুপারিশ প্রত্যাহার করে নেয়। এরপর বিচারপতি বিনোদ চন্দ্রনকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়।