শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

পানি বেচেই চীনের শীর্ষ ধনী, পেছনে পড়লেন জ্যাক মা

খাবার পানি আর ভ্যাকসিন বিক্রি করে তিনি এখন চীনের শীর্ষ ধনী। সম্পদের পরিমাণ ৫ হাজার ৮৭০ কোটি ডলার। ছড়িয়ে গেছেন আরেক শীর্ষ ধনী ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকেও। জ্যাকের চেয়ে অন্তত ২০০ কোটি ডলারের বেশি সম্পদ তার।

তিনি চীনের ‘লোন উলফ’ খ্যাত উদ্যোক্তা ঝোং সানসান। এখন এশিয়ারও দ্বিতীয় ধনীতম ব্যক্তি তিনি। তার আগে রয়েছেন শুধু ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি। বিশ্বে ধনীদের তালিকায় ঝোং আছেন ১৭ নম্বরে। চার্লস কোচ ও ফিল রাইটসের মতো টাইকুনদের পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন।

এ বছর কোভিড মন্দার ভেতরেও ঝোংয়ের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ১৯০ কোটি ডলার। অ্যামাজন ডটকম ইনকর্পোরেটেডের মালিক জেফ বেজোস ও টেসলা ইনকর্পোরেটেডের এলোন মাস্ক ছাড়া আর কারও সম্পদ এ বছর এত বেশি পরিমাণে বৃদ্ধি পায়নি। বুধবার অবশ্য অ্যামাজন আর টেসলা দুটি সংস্থারই শেয়ারের দর ব্যাপক পতন হয়। এলোন মাস্কের সম্পদের পরিমাণ কমেছে ১ হাজার কোটি ডলার। ব্লুমবার্গ।

ঝোংয়ের বোতলজাত পানি কোম্পানির নাম নংফু স্প্রিং কর্পোরেশন। হংকংয়ে বিনিয়োগকারীদের মধ্যে এ ব্র্যান্ডটি খুবই জনপ্রিয়। চলতি মাসের শুরুতে ঝোং চীনের তৃতীয় ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে চীনের ভ্যাকসিন নির্মাতা সংস্থা ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজ কোম্পানি শেয়ার বাজারে নথিভুক্ত হয়। এর ফলে আগস্টে ঝোংয়ের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ হাজার কোটি ডলার।

সাধারণত বিভিন্ন প্রযুক্তি সংস্থার মালিকরাই চীনে ধনীদের তালিকায় থাকেন। আলিবাবার মালিক জ্যাক মা গত ৬ বছর ধরে চীনের ধনীদের শীর্ষে ছিলেন। আপাতত ঝোং তাকে টপকে গিয়েছেন তবে জ্যাক মা ফের আগের অবস্থানে ফিরে আসবেন বলে বাজার বিশ্লেষকদের ধারণা।

বুধবার বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর কমে যায়। কোভিডের দ্বিতীয় ধাক্কায় এসব কোম্পানির শেয়ার কমেছে এবং বিনিয়োগকারীরা বাজার পুনরুদ্ধারে আস্থা ফিরে পাচ্ছেন না। সবচেয়ে বেশি কমেছে এলোন মাস্কের কোম্পানির শেয়ারের দাম।

ব্লুমবার্গের ৫০০ ধনীর তালিকায় থাকা আর কোনো ব্যক্তির কোম্পানির শেয়ারের দর অত কমেনি। জেফ বেজোসের সম্পত্তির দাম কমেছে ৭১০ কোটি ডলার। এখন এলোন মাস্কের সম্পত্তির পরিমাণ ৯ হাজার ৩২০ কোটি ডলার। জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি ডলার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *