শিরোনাম
মঙ্গল. জানু ৬, ২০২৬

পাবলিক শুধু নাটক-সিনেমায় অশ্লীলতা পায়, দুর্নীতি-হত্যা অশ্লীল না?

কবি, গীতিকার, মডেল ও অভিনেতা মারজুক রাসেল। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় নিয়ে আলোচনার পাশপাশি সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। এই সমালোচনার জবাবও তিনি দিয়েছেন ভিন্ন সুরে। তার প্রত্যেকটা সমালোচনার উত্তর একেকটা যৌক্তিক রুপে দাঁড়িয়ে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) মারজুক রাসেল তার নিজের ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন। তার ওই পোস্টে সেখানে তিনি লিখেছেন,

দুর্নীতি অশ্লীল না। হত্যা, গণহত্যা অশ্লীল না। খাদ্যে ভেজাল অশ্লীল না। ঘুষ নেওয়া অশ্লীল না। ঠকানো অশ্লীল না। বন উজাড় অশ্লীল না। অবৈধ দখল অশ্লীল না। ড্রাগ ক্রয়,বিক্রয় অশ্লীল না। চোরাচালান অশ্লীল না। দাম্পত্যকলহ অশ্লীল না। মিথ্যা বলা অশ্লীল না। শিল্পকর্মের কপিরাইটের অর্থ আত্মসাৎ অশ্লীল না।… এইরকম লক্ষ-কোটি ‘অশ্লীল না’ আমাদের ক্লান্ত ক্লান্ত ক্লান্ত করে।’’

ইতোমধ্যে মারজুক রাসেলের এই পোস্টটি ভাইরাল হয়ে গেছে। বিভিন্নজন শেয়ার ও স্ক্রিনশট ব্যবহার করে পোস্ট করছেন।

মারজুক রাসেল এবার ঈদে বেশকিছু নাটকে কাজ করেছেন, যেগুলোর লুক তাকে নাটক মুক্তির আগেই আলোচনায় নিয়ে আসে। এগুলো হলো মাবরুর রশিদ বান্নাহর ‘আমার অপরাধ কী’, আলোক হাসানের ‘চিলে কোঠার বাদশা’, কাজল আরেফিন অমির ‘মাস্ক’, সহিদ উন নবীর ‘কুফা’, ইমরাউল রাফাতের ‘ বাঘের খাঁচা’, হিমু আকরামের ‘বেদানা বিবির বিন্নি’, হাসিব হোসাইন রাখির ‘পেইন-ড্রাইভ’, নাজমুল রনির ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *