জয়নুল আবেদীন, লন্ডন: পূর্ব লন্ডনের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট এর মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায়, ট্রাস্টের ফান্ড রাইজিং অফিসার ও লন্ডন প্রবাসী প্রভাষক মোহাম্মদ জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নাধীন ভুঁইয়ার বাজারে ভুঁইয়ার বাজার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গত ২৮ জুন সোমবার বাদ যোহর ভুঁইয়ার বাজার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, খলাছড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ডেপুটি ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, বৃহত্তর খলাছড়া প্রবাসী সমাজ সেবা পরিষদের কোষাধ্যক্ষ মুনিম আহমদ, মসজিদ কমিটির সভাপতি ডা. আব্দুর রহিম, সংস্থার প্রতিনিধি মাওলানা আব্দুল কুদ্দছ, জুনাইদ আহমদ, মাওলানা ডাক্তার ইউচুফ আলী, মাওলানা বদরুল হক, নাজমুল ইসলাম,মস্তুফা আহমদ, ছায়াদ আহমদসহ আরো অনেকে।

উল্লেখ্য, নির্মিতব্য মসজিদটির অর্থায়ন করেছেন বিশ্বনাথের মৃত হাজী চাঁন্দ আলী ও মৃত শাবান বিবি ও তার পরিবার। উল্লেখযোগ্য দাতা হচ্ছেন লন্ডন প্রবাসী সাহার আলী ও শাহ হোসাইন।
ভূঁইয়ার বাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

