কমিউনিটি নিউজ ডেস্ক: আগামী ২৫ জুন শনিবার পূর্ব লন্ডনের রমফোর্ডের আকলু প্লাজার সুবৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪২৯। একদল উদ্যমী তরুণের উদ্যোগে ‘নেক্সট স্টেজ ইভেন্ট’র ব্যানারে মেলা আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি। এটি এই সংগঠনের উদ্যোগে প্রথম আয়োজন। মেলায় ষ্টল বুকিংয়ের জন্য নেক্সট স্টেইজ ইভেন্টসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।
গত ৩১ মে মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেক্সট স্টেইজ ইভেন্ট এই মেলা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে সংস্থার ফাউন্ডার আবদুল্লাহ মাহমুদ বলেন, নেক্সট স্টেজ ইভেন্ট বিশ্বাস করে, ২৫ জুনের বৈশাখী মেলার এই আয়োজনটি কমিউনিটির অন্যতম বৃহৎ ইভেন্ট হিসেবেই গণ্য হবে। কেননা মেলা আয়োজনের নেপথ্যে রয়েছেন একদল উদ্যমী মেধাবী তরুণ, যারা মেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা।
সংবাদ সম্মেলনে আকলু প্লাজার কর্ণধার আকলু মিয়া বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতেই তারা এমন আয়োজনের পাশে থাকছেন। নেক্সট ষ্টেইজ ইভেন্টসের মার্কেটিং হেড নামকরা ব্লগার শাহনাজ শিমুল বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা। বাঙালির সংস্কৃতি প্রাণের রঙে রাঙানো। মেলার আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশি হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ।
সংবাদ সম্মেলনে নেক্সট স্টেইজ ইভেন্টস এডমিন ক্যামেলিয়া মাহজাবিন বলেন, গত দুই বছর করোনা মহামারির কঠিন সময় পার করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি । আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব। আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তাঁরা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি। তাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যন্ত আনন্দের সাথে বৈশাখী মেলা আয়োজনের ঘোষণা করছি। বৈশাখী মেলা মানেই বাংলার সুর, সংগীত, নৃত্য। আমাদের মেলার মঞ্চ নাচে গানে মাতিয়ে রাখবেন যুক্তরাজ্যসহ দেশ বিদেশের খ্যাতনামা মেধাবী শিল্পীরা। সবমিলিয়ে ২৫ জুন আকলু প্লাজার বৈশাখী মেলা উচ্ছাস এবং উৎসবের একটি পরিপূর্ণ প্যাকেজ। তাই উৎসবমুখর এই আয়োজনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি ।
এসময় উপস্থিত ছিলেন আকলু প্লাজার চেয়ারম্যান আকলু মিয়া, নেক্সট স্টেইজ ইভেন্ট গ্রুপের সদস্য ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, শাহনাজ শিমুল রহমান, উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ।
২৫ জুন, শনিবার বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।