বৃটিশ-বাংলাদেশি চার্টার্ড একাউন্টেন্টদের প্রথম পেশাদার সংগঠন ‘দ্য একাউন্টেন্টস ক্লাব’ আত্মপ্রকাশ করেছে। গত ১৯ নভেম্বর পূর্ব লণ্ডনের রিজেন্ট লেক হলে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্যরা পরস্পরের সাথে পরিচিত হন। এরপর যুগ্ম আহ্বায়ক ইফতেখার চৌধুরীর স্বাগত বক্তব্য এবং আহ্বায়ক নাসির উদ্দিনের কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বক্তব্যের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ক্লাবের দায়িত্বশীলরা বলছেন, একাউন্টিং পেশায় নিয়োজিতদের মধ্যে জ্ঞান ভাগাভাগি, উৎকর্ষ সাধন এবং নিজেদের মধ্যে পেশাদার সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি কমিউনিটির সাথে সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘দ্য একাউন্টেন্টস ক্লাব’।
জানা গেছে, সংগঠনের একটি পেশাদার ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে কমিউনিটির মানুষ অনুসন্ধান করে যোগ্য হিসাবরক্ষক খুঁজে পেতে পারেন।
কেক কেটে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সভায়?সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করেন। এছাড়া সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সভায়?২১ সদস্যের একটি আহবায়ক কমিটি ও নয়?জনের উপদেষ্টা বোর্ড গঠন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্টজন অতিথি হিসেবে যোগ দেন। নৈশভোজের পর ভারত থেকে আগত একটি নৃত্যদল ধ্রুপদী নৃত্য পরিবেশন করে।
সংগঠনের সাথে সংশ্লিষ্টরা বলেন, এটি যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি একাউন্টেন্টদের প্রথম পেশাদার সংগঠন। আমাদের বেশিরভাগের জন্য এটি ছিলো একটি স্বপ্ন যা আজ সত্যি হয়েছে। যারা এটিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।
সংগঠনের কার্যনির্বাহী ২১ সদস্য হলেন- মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ ইফতেখারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ এনামুল হক খান, মোহাম্মদ আশরাফ আলী চৌধুরী, মুহাম্মদ কায়কোবাদ ভূঁইয়া, মোঃ ইউসুফ আলী, মোহাম্মদ আলী, অজিত কে সাহা, হোসেন আল-মামুন, অনুপম সাহা, মীর জুলহাস হোসেন, সুরাইয়া খাতুন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোঃ খসরুজ্জামান, কাজী ফারহানা আক্তার, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ বজলুর রহমান, তপন সাহা, সুজানা শফিক, তানজির আহমেদ ও মুহাম্মদ মুতালিব।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- সৈয়দ নুমানুর রশীদ, ডাঃ সানোয়ার চৌধুরী, এবিএম আশাবুল হোসেন, মোহাম্মদ মুহিত উদ্দিন, মোহাম্মদ আয়াস মিয়া, একেএম ফজলুর রহমান, সৈয়দ আহবাব হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও রাবেয়া ইসলাম। ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ফজলুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে?অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

