রাতের আকাশে চোখ রাখলে এবার স্পষ্ট দেখা যাবে ‘মহাকাশের লাল লণ্ঠন’ মঙ্গলগ্রহকে । গত ৬ অক্টোবর থেকে পৃথিবীর খুব কাছে চলে এসেছে প্রতিবেশী এই গ্রহ। আবহাওয়া পরিষ্কার থাকলে রাতের আকাশে খালি চোখেই এখন স্পষ্ট উজ্জ্বল চেহারায় দেখা যাবে প্রতিবেশী গ্রহটিকে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পৃথিবীর কক্ষপথ থেকে ৩ কোটি ৮৬ লক্ষ মাইল দূরত্বে এই মুহূর্তে রয়েছে মঙ্গল। সন্ধে থেকে পূর্ব আকাশে দেখা যাবে তাকে। তারপর সারা রাত ধরেই আকাশে দৃশ্যমান থাকবে মঙ্গল। তবে মঙ্গল তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছবে মধ্যরাতে। গোটা অক্টোবর জুড়েই দেখা যাবে মঙ্গলকে।