জন্মজিত্ / সমীপ, করিমগঞ্জ (অসম): পোস্টাল ব্যালটের মাধ্যমে করিমগঞ্জ জেলার ৪,৬৬৭ জন ভোটারের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া আগামীকাল রবিবার থেকে শুরু হবে। মোট ৭৮টি ভোট কর্মীর দল বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে অ্যাবসেন্টি ভোটারদের ভোট সংগ্রহ করবে।
পাঁচটি বিধানসভা কেন্দ্রে ২১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রথম ভিজিট চলবে। দ্বিতীয় ভিজিট ২৫ ও ২৬ মার্চ হবে। রাতাবাড়ি আসনে ১৮টি দল ৯৭৫ জন ভোটারের ভোট গ্রহণ করবে। পাথারকান্দি আসনে ২০টি দল ১,০৩১ জন ভোটার, উত্তর করিমগঞ্জ আসনে ১২টি দল, ৯০৪ জন অ্যাবসেন্টি ভোটারের ভোট সংগ্রহ করবে। এছাড়া দক্ষিণ করিমগঞ্জ আসনে ১৭টি দল ১,০৫৭ জন অ্যাবসেন্টি ভোটার এবং বদরপুর বিধানসভা আসনে ১১টি দল ৭০০ জন অ্যাবসেন্টি ভোটারের ভোট সংগ্রহ করবে।
উল্লেখ্য, এই ৭৮টি দলের ভোটকর্মীরা করিমগঞ্জ জেলা সদর শহরের নীলমণি স্কুলের মাঠ থেকে পোস্টাল ব্যালট নিয়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছাবেন। অ্যাবসেন্টি ভোটারদেরকে এই কয়দিন তাঁদের বাড়িতে অবস্থান করার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত ভোট কর্মীরা তাদের কাছ থেকে পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করতে পারেন। পাশাপাশি বিএলওদেরকেও তাদের নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য ৮০ বছরের ঊর্ধ্বের ভোটার, দিব্যাঙ্গ ভোটার এবং করোনা আক্রান্ত কোনও ভোটার থাকলে তাদেরকে এবারের নির্বাচনে অ্যাবসেন্টি ভোটার হিসাবে গণ্য করে তাঁদের বাড়ি থেকে তাঁদের ভোট প্রশাসনের ভোট কর্মী পাঠিয়ে সংগ্রহ করার সংস্থান নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে।