শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

প্রকাশিত হল আসাম বোর্ডের উচ্চমাধ্যমিক রেজাল্ট

আসাম নিউজ ডেস্ক: প্রকাশিত হল অসম বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। ২৭ জুন সোমবার অর্থাৎ আজ সকাল ৯টায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

কলা শাখায় অসমের ভিতর প্রথম স্থান দখল করেছেন সাধনা দেবী, কামরূপ । কলা শাখায় অসমের ভিতর প্রথম স্থান দখল করা সাধনা দেবী বাইহাটা চারালির রামানুজন একাদেমিতে অধ্যয়ন করেছিলেন।

সাধনা দেবী এবং চেরি গোঁহাই (উইমেনস কলেজ, তিনসুকিয়া), দুজনের মোট নম্বর – ৪৮৭

দ্বিতীয় স্থানে আছেন- বিদিশা মিশ্ৰ, শংকরদেব একাডেমী সিনিয়র সেকেন্ডারি স্কুল, নলবারি, মোট নম্বর ৪৮৬

তৃতীয় স্থান- সুদ্বীপ্ত দেবনাথ, শংকরদেব সিনিয়র সেকেণ্ডারি স্কুল, হোজাই।

সাথে নিলয় কূৰ্মী, রামানুজন সিনিয়র সেকেণ্ডারি স্কুল, নগাঁও, দুজনের মোট নম্বর – ৪৮৩

চতুৰ্থ স্থান – প্ৰিয়ংকা বৈশ্য,মোট নম্বৰ- ৪৮১

পঞ্চম স্থান – মধুস্মিতা বেজবরুয়া, আনন্দরাম বরুয়া একাডেমী, বজালী।

সাথে প্ৰত্যুষ প্ৰতীম বরা, নগাঁও
মোট নম্বর – ৪৮০

ষষ্ঠ স্থানে- দৈবিক দেব, রামানুজ গুপ্তা সিনিয়র সেকেণ্ডারি স্কুল, কাছার।

সাথে মহঃ শহিদ আহমেদ খন্দকার, আব্দুল হাসিব উঃ মাঃ বিদ্যালয়, হোজাই,

রজি রোশান, উপাসনা শইকিয়া — মোট নম্বর – ৪৭৮

সপ্তম স্থান- বিশাল বিকাশ বৈশ্য, আনন্দরাম বরুয়া একাডেমী সিনিয়র সেকেণ্ডারি স্কুল, বজালী

মোট নম্বর- ৪৭৭

প্রসঙ্গত, এবছর, ২০২২ সালে অসমে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ মার্চ থেকে। এবং ১২ এপ্রিল পরীক্ষা শেষ হয়। অসম উচ্চমাধ্যমিকের ২০২২ সালের ফলাফল দেখার জন্যে চারটি পদ্ধতি মেনে চলতে হবে। প্রথমে অসম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজে অসম ক্লাস ১২ ফলাফল ২০২২-এর লিঙ্কে ক্লিক করুন। তারপর রোল নম্বর আর অন্যান্য বিবরণ লিখুন। পাবেন উচ্চমাধ্যমিকের ফলাফল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *