একদিকে ফ্রান্স করোনার সংক্রমণে ভুগছে, অন্যদিকে দেশটি বন্যায় আক্রান্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে ৮ জন নিখোঁজ হয়েছেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মানুষের ঝামেলা পোহাতে হচ্ছে। কর্মকর্তারা এ সম্পর্কে তথ্য দিয়েছেন।
অফিসার মেটিও ফ্রান্স বলেছেন যে কয়েকটি অঞ্চলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৪৫০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা বছরের এই সময়ের প্রায় চার মাসের বৃষ্টির সমান। নাগরিক সুরক্ষা পরিচালক ফ্রান্স ইনফোকে জানিয়েছেন, বন্যায় কান শহর ও আশেপাশে ২০ জন নিহত হয়েছেন।

