ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল (২০২১-২০২৪) ঘোষণা, আগামী ৩১ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ ও ২১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের অ্যানজাইন ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হবে নির্বাচন
কমিউনিটি ডেস্ক রিপোর্ট: গত ১৮ই অক্টোবর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের মায়েদাগ্রীল রেস্টুরেন্টে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট’ এর নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মো: আবুল কালাম, সহকারি নির্বাচন কমিশনার ব্যারিস্টার মো: লুৎফুর রহমান ও সহকারি নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনারগণ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রার্থীগণসহ সকল সদস্যবৃন্দকে নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মোঃ আবুল কালাম বলেন, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট একটি বড় সংগঠন। এই সংগঠনের ট্রাস্টি সংখ্যা ৩৬০০। যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে ‘প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টে’র নির্বাচন সবচেয়ে জমজমাট হয়ে থাকে। তিনি সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংগঠনের সকল ট্রাস্টিবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নির্বাচন কমিশনার ব্যারিস্টার মো: লুৎফুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১২-১১৬ হোয়াইটচ্যাপেল রোডে নির্বাচন কমিশনের অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নতুন ট্রাস্টি রেজিস্ট্রেশন করা হবে ও ৫ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার, প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ২১ নভেম্বর পূর্ব লন্ডনের অ্যানজাইন ইয়ুথ ক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনারগণ আরও জানান, নির্বাচনের দিন বৈধ পরিচয় পত্র যাচাইয়ের মাধ্যমে প্রত্যেক ভোটারকে ব্যালট পেপার প্রদান করা হবে। নির্বাচনের প্রতীক বরাদ্দের জন্য প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে। একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করলে লটারীর মাধ্যমে প্রতীক প্রতীক বরাদ্দ করা হবে। মনোনয়ন পত্র দাখিলের পর প্রত্যেক প্যানেল থেকে একজন করে সমন্বয়ক বা প্রতিনিধির নাম নির্বাচন কমিশন বরাবর দাখিল করতে হবে। কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করতে চাইলে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে। পরিচয়পত্র হিসাবে প্রত্যেক ট্রাস্টিকে অবশ্যই পাসপোর্ট, ফটোসহ ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রাস্ট কর্তৃক প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। তবে সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রিডম পাস প্রযোজ্য হবে। যে সকল ট্রাস্টির পাসপোর্ট হোম অফিসে জমা এবং হোম অফিসের বিবেচনাধীন, তারা অবশ্যই হোম অফিস কর্তৃক প্রদত্ত ফটোসহ আই.এস.৯৬ ডকুমেন্ট সহ যে কোন একটি ঠিকানা সম্বলিত আইডি দেখিয়ে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় শুধুমাত্র প্রার্থীর এজেন্ট ও প্যানেল প্রধান উপস্থিত থাকতে পারবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যুক্তরাজ্যে মাত্র ৬৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট। উদ্দেশ্য ছিলো দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করা। সে সময় সংগঠনটির মূলধন ছিলো মাত্র ৮ লাখ টাকা। আর বর্তমানে সংগঠনের মূলধনের পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। ট্রাস্টের মোট সদস্য সংখ্যা ৩ হাজার ৬শ জন। বিশাল এই সংগঠনের নির্বাচন হয় তিন বছর অন্তর অন্তর। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষে সংবাদ সন্মেলন করে নির্বাচন কমিশনারগণ সাংবাদিক ও ট্রাস্টিবৃন্দের কাছে নির্বাচনের খুটি নাটি তুলে ধরেন।